কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দাউদকান্দিতে আরেকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় ৩৫জন করোনায় আক্রান্ত হলেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
রবিবার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, তার গাড়ির চালক (২৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী (১০) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী (৩৪) আক্রান্ত হলেন।
বিডি প্রতিদিন/ফারজানা