কিশোরগঞ্জে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ জন। আক্রান্তদের মধ্যে ১৯ জনই চিকিৎসক। এছাড়া ৩ জন নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ রবিবার এ কথা জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসে ৫ জন পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন। ভৈরব উপজেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও (সহকারী কমিশনার) করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, অদ্যাবধি কিশোরগঞ্জ জেলার ৬০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ৭৪ জনের কভিড-১৯ পজিটিভ ও ২৯৮ জনের নিগেটিভ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ