বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা মুখোমুখি সেই সমস্ত জরুরি সেবা দানের সঙ্গে যুক্ত কর্মীদের সাধুবাদ জানাতে বিশ্বের তারকারা এক হলেন। নিজের বাড়ি থেকে লাইভ ভিডিও স্ট্রিমে বা ভিডিও বার্তা পাঠিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউডের গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা।
শাহরুখ খান বলেন, আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। আমরা আপনাদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি।
লেডি গাগা তার গানকে "প্রেমের চিঠি" নাম দিয়ে পরিবেশন করেন।
প্রিয়াঙ্কা বলেন, আমি শরণার্থী শিবিরে উপচে পড়া ভিড় এবং অবিশ্বাস্য পরিস্থিতি দেখেছি। তিনি শরণার্থী শিবিরগুলিতে যথাযথ স্যানিটেশন, পরিষ্কার জল এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কেও বলেছেন।
এরা ছাড়াও বার্তা পাঠিয়েছেন রোলিং স্টোনস, মিক জাগার, কিথ রিচার্ডস, রনি উড এবং চার্লি ওয়াটস। মিউজিক ব্যান্ডে গিটার বাজান মিক জ্যাগার এবং কিথ রিচার্ডস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজক ছিলেন জিমি কিমেল, স্টিফেন কলবার্ট এবং জিমি ফ্যালন। ত্রাণ তহবিলে অর্থ তুলতে এগিয়ে এসেছেন অল ম্যাককার্টনি, বায়োনস, এল্টন জন, স্টিভি ওয়ান্ডার, ডেভিড বেকহ্যাম, মিশেল ওবামা এবং লরা বুশ, লুইস ফনসি এবং জেনিফার হাডসনের মতো আন্তর্জাতিক তারকারা।
বিডি প্রতিদিন/ফারজানা