বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল আলম (৫৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, মৃত রাশেদুল আলম ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের বাসিন্দা। হৃদরোগের কথা বলে গত রবিবার সকাল ১০টায় তিনি শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। পরীক্ষা-নীরিক্ষায় তার হৃদরোগ পাওয়া যায়নি। করোনার উপসর্গ থাকায় ওইদিন দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রেরন করা হয়। সেখানে আইসোলেশনে থাকাবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম