ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নে ঢাকা ফেরত এক গৃহবধূর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গী গ্রামে তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গত শুক্রবার ওই গৃহবধূ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বালিয়াডাঙ্গী গ্রামের শ্বশুর বাড়িতে আসার খবর পেয়ে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। রবিবার তার নমুনা পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হলে করোনা পজেটিভ আসে। সোমবার রাত ১১টার দিকে ওই বাড়ী লকডাউন করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ওই পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুরের পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন সুলতানা জানান, চরভদ্রাসনে এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত হল।
বিডি প্রতিদিন/কালাম