ভয়ঙ্কর করোনাভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে প্রাণ হারাচ্ছে বহু সংখ্যক। সারা বিশ্বে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮২ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫২ হাজার।
এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে অনেকে অবিশ্বাস্যভাবে বেঁচেও ফিরছেন। এমন একটি ঘটনা ঘটল যুক্তরাজ্যের বলটনে।
সেখানকার ৫৮ বছর বয়সী ফিলিপ বার্টউইসল। দ্বিতীয়বার স্ট্রোক থেকে সেরে উঠেছেন কয়েক বছর হল। তবে এরপর তার শরীরের বামপাশ অবশ (প্যারালাইজড), কথা বলতে পারেন না, কিছু গিলতেও পারেন না। সেই তিনিই দিব্যি সুস্থ হয়ে উঠলেন করোনাভাইরাস থেকে।
যুক্তরাজ্যের বলটনের টঙ্গে মুর এলাকার অধিবাসী ফিলিপ ২৪ বছর বয়সে একবার স্ট্রোক করেছিলেন, দ্বিতীয়বার ৩৯ বছর বয়সে। বর্তমানে তাকে একটি টিউব দিয়ে খাওয়াতে হয়। নিউমোনিয়ায় কয়েকবার হাসপাতালে আসা যাওয়া করতে হয়েছে। শারীরিক অবস্থা খুব একটা ভালো না হলেও তিনি এখন করোনা থেকে মুক্ত।
ফিলিপের কাশি শুরু হয় তিন সপ্তাহ আগে, সেই সঙ্গে শ্বাসকষ্ট। তারপর হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে তার কভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরিবার ভয় পেয়ে যায়, কারণ তার শাররীক অবস্থা এমনিতেই ভালো নয়, তার ওপর ভেন্টিলেটরে নেওয়ার মতো অবস্থাও নেই।
পরিবারের সদস্য গেইনর কেনা বলেন, ‘এটা অত্যন্ত ভয়ানক একটা সময় ছিল। কারণ স্বাভাবিক সময়ে আমরা তার সঙ্গে হাসপাতালে যেতাম, কিন্তু এখন আর যেতে পারছি না। ফলে তার কি হবে এ ভেবে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম।’
তিনি বলেন, ‘হাসপাতালের স্টাফদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। আমাদের পুরো অভাব তারা পূরণ করেছে। তারা রোগীর সঙ্গে যেমন ছিলো তেমনি কিছু সময় পরপর ফোনে আমাদেরকে জানিয়েও দিচ্ছিলো তার কি অবস্থা। শেষ পর্যন্ত তিনি করোনা থেকে সেরে উঠলেন। এ জন্য হাসপাতাল স্টাফরা অনেক কষ্ট করেছেন।’ হাসপাতালের চিকিৎসক বললেন, ‘এ ধরনের একজন রোগীকে বাঁচানো কঠিন, তারপরও আমরা সফল হয়েছি।’ সূত্র: বলটন নিউজ
বিডি প্রতিদিন/কালাম