পাবনায় মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মৎস আড়ৎদার আসলাম হোসেন পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে। তার বয়স হয়েছিল ৬০ বছর।
করোনা উপসর্গের কারণে উপজেলা প্রশাসন তার বাড়ি ৫ এপ্রিল লকডাউন করে নমুনা নিয়ে শনাক্তকরণের জন্যে রাজশাহী প্রেরণ করে স্বাস্থ্য বিভাগ। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় ১১ এপ্রিল তার বাড়ি লকডাউন তুলে নেয় প্রশাসন বলে জানান পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এলাকাবাসী আমিনুল হক জানান, করোনা উপসর্গ থাকলেও তার পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে রাজশাহী থেকে। তবে স্থানীয় লোকজন রাজশাহীতে করোনা পরীক্ষা নিয়ে সন্দেহ করছেন। করোনা আতঙ্কে আছেন এলাকাবাসী।
নিহতের পরিবার থেকে যেটা আমরা জানতে পেরেছি, তা হলো নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এজমা, হার্ট ও সম্প্রতি নিউমোনিয়া হয়ে ১০ দিন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, স্থানীয় প্রশাসন আমাদের বাড়ি লকডাউন করে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের সাথে প্রতিবেশীরাও বিরুপ আচরণ করতে শুরু করে। স্বাস্থ্য বিভাগ থেকে বারবার সহযোগিতা চেয়েও আমরা তা পাইনি।
এসব অভিযোগ অস্বীকার করে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, সে করোনায় মারা যায়নি। তবে অন্য কোনো রোগে মারা গেছেন সম্ভাবত। তার করোনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার