বিশ্বব্যাপী সর্বত্রই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল।
এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে চীনকে স্পষ্ট জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সোমবার একটি সংবাদ সম্মেলনে জার্মানির ভাইস চ্যান্সেলর এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলা মার্কেল বলেন, আমি বিশ্বাস করি চীন করোনাভাইরাসের উৎপত্তির ঘটনার বিষয়ে আরও স্বচ্ছ থাকবে। আর এটাই বিশ্বের সবার জন্য মঙ্গলজনক হবে যাতে এখান থেকে শিক্ষা লাভ করা যায়।
এদিকে উহানের সেই ল্যাবের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ল্যাব থেকে ছড়ায়নি করোনাভাইরাস।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচকরা দাবি করেছেন, চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। যদিও চীনের দাবি, সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ