নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ওই বৃদ্ধ নাসিক সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী নগর কদমতলী এলাকায় বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে (২০ এপ্রিল) নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি (করোনা পজিটিভ) পাওয়া গেলে কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশন ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম