ফেনীর দাগনভূঞায় করোনাভাইরাসের উপসর্গ-জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে মসজিদের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত তিনটার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে অসুস্থ অবস্থায় তিনি মারা যান। বজলুর রহমান নিজ বাড়ির মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
দাগনভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, নিহত ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিল বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, ফেনীর সোনাগাজীতে নতুন করে একজনের দেহে করোনা প্রজেটিভ শনাক্ত হয়েছে। করোনা প্রজেটিভ পাওয়ার পর তার বাসা সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া এলাকার মিজান ম্যানশান ও তিনি যে ক্লিনিকে কাজ করতেন তা লকডাউন করেছে প্রশাসন। ক্লিনিকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই নিয়ে ফেনীতে করোনা প্রজেটিভ রোগী দুইজন শনাক্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন