করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার দুপুর থেকে বগুড়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সকালে বগুড়া প্রশাসক কার্যালয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে এক জরুরি বৈঠকে জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট অন্যদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই এই লকডাউন কার্যকর করা হয় বলে সিভিল সার্জন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানান।
জেলা সিভিল সার্জন গওসুল আজিম বলেন, ‘অন্য জেলার মতো লকডাউনের সব শর্তই মানা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ সড়ক বা নদী পথে এই জেলায় প্রবেশ করতে পারবে না এবং বেরও হতে পারবেন না। আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। জরুরি সেবা, খাদ্য সরবরাহ ও চিকিৎসা সেবা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মানুষের চলাচলও সীমিত করা হবে।
বগুড়ার পুলিশ সুপার আলী আসরাফ ভুইয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কমিটির পরামর্শ অনুযায়ী মঙ্গলবার থেকেই লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম