বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১ জন। বিভাগে বিগত ২৪ ঘণ্টা নতুন করে ২৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন।
মঙ্গলবার সর্বশেষ খবর অনুযায়ী, জেলার বাবুগঞ্জ উপজেলার ২ জন-একজন নারী (৩৬) ও একজন পুরুষ (২৬), বানারীপাড়ার বাসিন্দা ২ জন-একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের একজন পুরুষ (৩৮), হিজলা উপজেলার বাসিন্দাদের একজন মধ্য পুরুষ (৬৫) এবং বরিশাল নগরীতে একজন পুরুষ (৪৫) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ ১০ জন, মুলাদী ১ জন, হিজলায় ২ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ২ জন, উজিরপুর ১ জন, বানারীপাড়া ২ জন, মেহেন্দীগঞ্জে ২ জন এবং বাকেরগঞ্জে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ২ রোগীর দেহে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর ওই দিন রাতেই বরিশাল জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সর্বশেষ রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৭ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের বসবাসের আশপাশের অবস্থান চিহ্নিত করাসহ তাদের যাতায়াত এবং প্রতিবেশী ও স্বজন যাদের সংস্পর্শে তারা ছিলেন তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। গত সোমবার পর্যন্ত বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ছিলেন ৪৪ জন। নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে ৬৮জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন