ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের গাইনি বিভাগের একটি অস্ত্রোপচার কক্ষ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে একটি অস্ত্রোপচার কক্ষটি বন্ধ ঘোষণা করা হয়। তবে আরও দুটি অস্ত্রোপচার কক্ষ চালু আছে।
জানা যায়, বন্ধ হওয়া ওই কক্ষে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী সন্তান প্রসব করেন। একই সাথে এই ইউনিটের ১৬ জন চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও ওয়ার্ডটিতে কার্যক্রমও সীমিত করা হয়েছে। আক্রান্ত ওই নারী বর্তমানে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. কাঞ্চন সরকার জানান, গত শুক্রবার বন্ধ হয়ে যাওয়া ওই অস্ত্রোপচার কক্ষে এক শিশু সন্তান জন্ম দেন এক নারী। পরে নারীর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। রবিবারে নারীর নমুনা পরীক্ষা করা হয় পিসিআর ল্যাবে। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় এই নারী করোনা পজিটিভ। এর আগে বৃহস্পতিবার শেরপুর থেকে তিনি এসে ওয়ার্ডটিতে ভর্তি হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন