দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরও ৩৫ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২০৫ জন চিকিৎসকের করোনা শনাক্ত হলো। শনাক্তদের মধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন ২ জন। একজনের মৃত্যু হয়েছে।
সুস্থ হয়ে বাড়ি ফিএছেন ৩ জন। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জনেরও বেশি। বাদবাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. নিরুপম দাশ বলেন, ঢাকা বিভাগে এখন পর্যন্ত ১৭৩ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালের ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন, ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ৮ জন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের ১৬ জন, গাজীপুরের ২৪, কিশোরগঞ্জের ৪০ জন চিকিৎসক রয়েছেন।
বাংলাদেশ ডক্টরস ফোরামের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের সরকারি হাসপাতালগুলোতে করোনা শনাক্ত হয়েছে ৮ চিকিৎসকের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুরে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ৬ জন এবং সিলেটে ১ চিকিৎসকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
ডা. নিরুপম দাশ আরও জানান, এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২০৫ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীরা এ সংখ্যার বাইরে। তাদের অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা আরও অনেক বেশি হবে।
বিডি প্রতিদিন/আরাফাত