কভিড-১৯ করোনাভাইরাস মহামারীর ধাক্কা চীন সামলে উঠলেও বিপাকে পড়েছে ইউরোপ। ইউরোপের যেসব দেশে করোনা বিপজ্জনকহারে ছড়িয়েছে তার মধ্যে আছে ফ্রান্স। চীনের এক কূটনৈতিকের এক মন্তব্যের জেরে ক্ষিপ্ত হয়েছে দেশটি। চীনের ওই কূটনৈতিক বলেছিলেন, করোনায় বৃদ্ধদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ফ্রান্স।
ওই মন্তব্যের প্রতিবাদে ফ্রান্স বলেছে, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এসব মন্তব্য তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে দেশটিতে চীনের দূতাবাসকেও সতর্ক করা হয়েছে।
এদিক জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল করোনাভাইরাস ও এর উৎসের বিষয়ে চীনকে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অ্যাঞ্জেলা মের্কেলের মতে, চীন স্বচ্ছতা বজায় রাখলে বিশ্বের বাকি দেশগুলোর জন্য করোনাভাইরাস মোকাবেলা সহজতর হবে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়েছে মহামারী এ ভাইরাস। করোনাভাইরাসে ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: জাস্ট আর্থ নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা