শরীয়তপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন ডামুড্যা উপজেলার ও ১ জন নড়িয়ার।
এ নিয়ে জেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৯ জন।
এদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন বাজারের মাছ বাজার ও কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তরের চেষ্টা করছে প্রশাসন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন