কুষ্টিয়ায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও অপরজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা। বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জানান, আক্রান্তদের বাড়ি দুটিকে লকডাউন করা হয়েছে। তারা কাদের সাথে মিশেছে সেটা খোঁজ নেয়া হচ্ছে। এরপর আশেপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ