পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ের নমুনা সংগ্রহে তার করোনা পজেটিভ ধরা পরে বলে জানান সিভিল সার্জন।
পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, গত ২০ এপ্রিল একজন নারী উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছিলো। তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। ২১ এপ্রিল রাতে তার রিপোর্ট হাতে পাওয়া গেছে। তিনি আরও জানান, আক্রান্ত ওই নারী উপ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। পজেটিভ আসলেও তার মধ্যে কোন উপসর্গ পরিলক্ষিত না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
প্রসঙ্গত, নারী স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে জেলায় মোট ১১জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে দুমকি উপজেলায় দুলাল হাওলাদার (৩২) নামের এক যুবক মারা গেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ