খুলনায় করোনার উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। মঙ্গলবার রাত দুইটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৃত মিজানুর রহমান কিডনির রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
এর আগে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে রূপসার রাজাপুর এলাকার নুরুজ্জামান খান (৪৩) ও নগরীর লবণচরার বাসিন্দা ফেরদৌসি আরা (৭০) নামের দু’জনের মৃত্যু হয়। পরে পিসিআর মেশিনে পরীক্ষায় নুরুজ্জামান খানের করোনা পজেটিভ শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ