বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চীনের সীমানা পেরিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। তবে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি আমেরিকার।
৬ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে নিজ বাসায় একজন বয়স্ক লোকের মৃত্যু হয়, তারপর আরেকজন। তখন কেউ জানিতে পারেনি তারা করোনা পজিটিভ।
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি থেকে ঘোষণা দেয়া হয়, গত ফেব্রুয়ারিতে দুইজন লোক নিজ বাসায় মারা যায়। করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে। যা প্রমাণ করছে আমেরিকায় করোনায় মৃত্যু ধারণার অনেক আগেই শুরু হয়েছে।
বিবৃতিতে সান্তা ক্লারা কাউন্টির কর্মকর্তারা বলেন, তিনজন ব্যক্তি বাসায় মারা গিয়েছিল। একজন ৬ ফেব্রুয়ারি, দ্বিতীয়জন ১৭ ফেব্রুয়ারি এবং তৃতীয়জন ৬ মার্চ। তিনজনই করোনায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। পরবর্তীতে তা পাঠানো হয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে। সেখান থেকে গত মঙ্গলবার প্রতিবেদন এসেছে যে তিনজনেই করোনায় আক্রান্ত ছিলো।
অথচ যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী করোনায় প্রথম মৃত্যু হয়েছিলো ২৮ ফেব্রুয়ারি। ৫০ বছর বয়সের ব্যক্তিটি ওয়াশিংটনে মারা যান। আর নতুন তথ্য বলছে দেশটির প্রথম মৃত্যু হয় সান্তা ক্লারা কাউন্টিতে ৬ ফেব্রুয়ারি। অর্থাৎ সরকারি হিসাবের তিন সপ্তাহ আগে। এছাড়া সরকারি হিসাবে ক্যালিফোর্নিয়ায় প্রথম মৃত্যু হয় ৪ মার্চ।
সূত্র: বিজনেস ইনসাইডার
বিডি প্রতিদিন/ ওয়াসিফ