নিউইয়র্ক সিটিতে করোনায় কত জনের প্রাণহানি হয়েছে তার সঠিক তথ্য দিতে পারেননি নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ড. অক্সিরিস বারবোট। পাশাপাশি জাতীয়ভাবে প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তাও বলতে পারেনি ‘ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স’র মৃত্যুর পরিসংখ্যান প্রস্তুতকারি শাখার প্রধান বব এন্ডারসনও।
তবে বব এন্ডারসন বলেছেন, করোনায় মৃতদের যে তালিকা প্রকাশ করা হচ্ছে এবং সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে তার প্রতি তিনটির একটিই সঠিক নয়। আর এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে টেস্টিং এবং তার রেজাল্ট পেতে বিলম্ব এবং সঙ্গতিহীন রিপোর্ট সংগ্রহের কারণে। এসব কারণে করোনাভাইরাসে নিহতদের সঠিক সংখ্যা কখনোই সংরক্ষণ করা সম্ভব হবে না বলেও মনে করেন ড. এন্ডারসন।
২৫ এপ্রিল ‘ইউএসএ টুডে’ নেটওয়ার্ককে প্রদত্ত সাক্ষাৎকারে গভীর উদ্বেগের সাথে ড. এন্ডারসন আরও উল্লেখ করেছেন, আমি সব সময়েই প্রকৃত তথ্য পাবার আশায় থাকি। ভুলে ভরা পরিসংখ্যান এক সময় করোনা মহামারির মতোই আরেকটি ইস্যুতে দাঁড়াতে পারে।’
অভিজ্ঞজনের ধারণা ভুলে ভরা তালিকার নেপথ্যে স্টেটসমূহের মেডিকেল এক্সামিনার, করোনার্স এবং চিকিৎসকগণের সীমাহীন ব্যস্ততা। আবার কোথাও কোথাও অনভিজ্ঞ লোকজনের দ্বারা সার্টিফিকেট ইস্যুর পরিপ্রেক্ষিতে এমন ভুল হতে পারে।
হিউস্টনসহ হ্যারিস কাউন্টি পাবলিক হেল্থ ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক উমাইর শাহ এ প্রসঙ্গে বলেছেন, কী কারণে এবং কোন শ্রেণীর মানুষের মধ্যে করোনাভাইরাসের অধিক সংক্রমণ ঘটছে এবং মৃত্যুর কারণ হচ্ছে সেটি চিহ্নিত করার মধ্য দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের স্বার্থেই নির্ভূল একটি তালিকা দরকার।
বিডি প্রতিদিন/হিমেল