২৩ নভেম্বর, ২০২০ ১৮:৫৭

রাজবাড়ীতে করোনা শনাক্তের হার ৪১ শতাংশ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে করোনা শনাক্তের হার ৪১ শতাংশ

করোনার দ্বিতীয় ঢেউতে রাজবাড়ীতে করোনায় শনাক্তের হার ৪১.৪ শতাংশ। আজ রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিব টিটন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার এবং শুক্রবার জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ নিয়ে ২৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। সোমবার সেখান থেকে ১২ জন আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪জন, পাংশা উপজেলার ৮জন রয়েছে।

সিভিল সার্জন বলেন, শীত মৌসুমকে কেন্দ্র করে রাজবাড়ীতে আক্রান্তের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যেটা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এক সপ্তাহের মধ্যে নতুন করে আক্রান্ত দুই ব্যক্তি মারা গিয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার অনুরোধ করেন জেলার এই কর্মকর্তা।

রাজবাড়ীতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ১৩৩ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং ২৬ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে রাজবাড়ী করোনা হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর