প্রায় ৫০ বছরের দাম্পত্য। একই সঙ্গে শুরু হয়ে একই সঙ্গে শেষ হল। এমন খবর সামনে আসতেই বিস্মিত গোটা বিশ্ব।
লেসলি ও প্যাট্রিসিয়া। আমেরিকার মিশিগানের দম্পতি। তারা নাচতেন একসঙ্গে। বাচ্চাদের সামলাতেন একসঙ্গে। পরিবারের সকলের সঙ্গও একই সঙ্গে উপভোগ করতেন। সেকেন্ড ওয়েভে দু'জনই করোনায় আক্রান্ত হলেন। এবং শেষ পর্যন্ত মারাও গেলেন একত্রে। ৭৮ ও ৭৫ বছরের প্যাট্রিসিয়া ও লেসলি গত মঙ্গলবার (১ ডিসেম্বর) মারা গেলেন এক সময়ে। আক্ষরিক অর্থেই এ হেন 'দাম্পত্য' দেখে তাজ্জব গোটা বিশ্ব।
তাদের মেয়ে জোয়ান্না সিস্ক জানান, বাবা-মা আক্ষরিক অর্থেই সব কাজ এক সঙ্গে ভাগ করে নিতেন। তবে তাদের মৃত্যুর ঘটনাটায় আমরা শোকার্ত। তবে এটা আমাদের তত আশ্চর্য করে না, কেননা তারা সত্যিই সব সময় এক সঙ্গেই থাকতেন।
জানা গেছে, হোটেলে খেতে গিয়ে কোনও ভাবে তারা করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। একই সঙ্গে তারা হাসপাতালেও ভর্তিও হয়েছিলেন। মারাও গেলেন এক সঙ্গে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ