গত ১৫ দিন আগে করোনার টিকা নিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। কিন্তু শেষ রক্ষা হল না। আবারও করোনায় আক্রান্ত হলেন তিনি।
শুক্রবার টুইট করে নিজেই এ তথ্য জানান তিনি।
টুইটার পোস্টে তিনি লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিডে আক্রান্ত। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ, আপনারা পরীক্ষা করিয়ে নিন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার টিকা নেওয়ার ছবি দেন পরেশ রাওয়াল। তার সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্মী। ভি সাইন দেখিয়ে ছবিও তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি চিকিৎসক ও বিজ্ঞানী এবং স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন