করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে আরব দেশগুলোতে। জানা গেছে, তিউনিসিয়া, মরোক্কো ও কুয়েতে গেল ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
মহামারীর এই ভয়াবহতায় দেশগুলো বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে। তিউনিসিয়া, মরোক্কো ও কুয়েত বাদেও আরবের অন্যান্য দেশগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে।
তিউনিসিয়ায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৬৮৪। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৭৮২ জন। মরোক্কোতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৬৭ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৯৩ জন।
কুয়েতে আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৮০ জন। আর মৃতের সংখ্যা হয়েছে ১ হাজার ২৭০ জন।
বিডি-প্রতিদিন/শফিক