করোনার সংক্রমণ মোকাবেলায় মানিকগঞ্জে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়াজনে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে করোনা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঝিটকা বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সভায় মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমাম শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ-সভাপতি এড. আবদুল মজিদ ফটো, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মঈদ চৌধুরী, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক আবুল বাশার সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার