দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭৪৬২ জনের আর মৃত্যু হয়েছে ৬৩ জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংক্রমণের কারণ বিশ্লেষণ করে আইইডিসিআর জানিয়েছে, বাজার আর গণপরিবহন থেকে ছড়িয়েছে ৬০ শতাংশ আর জনসমাগমস্থল থেকে শতকরা ৩০ ভাগ। সংক্রমণ রোধে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সাথে নিতে হবে টিকা।
আইইডিসিআর'র বিশ্লেষণ বলছে, শনাক্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ বাজার এলাকায় গমন এবং গণপরিবহন ব্যবহার করছে। আর উপাসনালয় এবং জনসমাগমস্থলে অংশগ্রহণকারীদের মধ্যে এই হার ৩০ শতাংশের বেশি।
বিশ্লেষকরা বলছেন, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলছেনও মনে করছেন বিশেষজ্ঞরা। একইসাথে এই সংক্রমণ রোধে অন্যতম উপায় হচ্ছে টিকা গ্রহণ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ