২৫ জুলাই, ২০২১ ১৯:৪৪

করোনায় ১৫ জনের মৃত্যু কুমিল্লায়, আক্রান্ত সাত শতাধিক

কুমিল্লা প্রতিনিধি:

করোনায় ১৫ জনের মৃত্যু কুমিল্লায়, আক্রান্ত সাত শতাধিক

গত চব্বিশ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। রবিবার করোনায় আক্রান্ত হন ৭০১ জন। এটি যেকোনো সময়ে কুমিল্লায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রবিবার মারা যাওয়াদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পাঁচজন, বুড়িচং, চান্দিনা, লালমাই, বরুড়া, মুরাদনগর ও তিতাসের একজন করে, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের দুইজন করে। জেলায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬২ জনের। কুমিল্লায় এ পর্যন্ত নিশ্চিত করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৩০ জনের। রবিবার জেলায় সুস্থ হয়েছেন ২২৭ জন। তার মধ্যে সিটি করপোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ১৫০ জন, সদরে ২০ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৭ জন ও চান্দিনায় ২১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৯ জন। এদিন আক্রান্তের হার ৪১.২ শতাংশ। এর আগের দুইদিন আক্রান্তের হার ছিল ৫২.৭ ও ৪৩.৫ শতাংশ। রবিবার বিদেশগামী ১৪৪ জনের নুমনার ফল আসে। আক্রান্ত হন ১৩ জন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর