৪ আগস্ট, ২০২১ ০৫:১৫

গোপালগঞ্জে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা

গোপালগঞ্জ প্রতিনিধি


গোপালগঞ্জে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা

গোপপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলীর উদ্যোগে করোনা রোগীদের সেবা প্রদান করার জন্য পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জের এমপি শেখ ফজলুর করিম সেলিমের নির্দেশনায় দেশে করোনা রোগ সংক্রমণের পর থেকে আমরা করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করা, মাস্ক বিতরণ, শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। এছাড়া আমরা সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদেও সেবা প্রদানের লক্ষ্যে শহরের কয়াডাঙ্গা, গোহাটা এলাকা ও মান্দারতলা এলাকায় তিনটি ক্যাম্প করেছি। 

তিনি আরও বলেন, এই তিনটি স্থানে গেলে মানুষ সরাসরি চিকিৎসার পরামর্শ পাবে এবং আমাদের হেল্প নম্বরে (০১৭১৫-২৯০৭১৫) ফোন করলে বেশি অসুস্থ রোগীদের জন্য আমাদের ডাক্তার, নার্সসহ মেডিকেল টিম বাড়িতে গিয়ে সেবা প্রদান করবে। আমাদের সেবা প্রদানের পরিধি আরও বাড়ানো হবে। এছাড়াও সবাইকে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য প্রতিটি ওয়ার্ডে কেন্দ্র করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

সর্বশেষ খবর