স্বনামধন্য ব্যবসায়ী ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব নাজিমউদ্দিন রোডে হোসেনি দালান মসজিদে অনুষ্ঠিত হবে।
মির্জা আলী দেশের ব্যবসায়িক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ভূমিকা রাখেন শিক্ষা ও চিকিৎসা সেবায়ও। এজন্য ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও হাসপাতালসহ জনকল্যাণমূল কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন। এছাড়া খেলাধুলারও একজন পৃষ্ঠপোষক ছিলেন স্বনামধন্য এই ব্যবসায়ী।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা/মাহবুব