লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবার নিয়ে এলো টুইন ওয়ান ট্যাবলেট খ্যাত লেনোভো ইয়োগা বুক। রেডডোট ডিজাইন এ্যাওর্য়াড ২০১৬ প্রাপ্ত আল্ট্রাস্লিম এই ইয়োগা বুকটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি রিয়েল পেন সার্পোটেড। যার দ্বারা কির্বোডের উপর কাগজ রেখে যেকোন কিছু লিখলে বা অংকন করলেই তা ফুটে ওঠবে ট্যাবের স্ক্রিনে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ইয়োগা বুকটিতে রয়েছে ১০.১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এটি র্সবত্র ৪.০৪ মিলিমিটার স্লিম এবং এর ওজন মাত্র ৬৯০ গ্রাম যা সহজেই বহনযোগ্য। এই ট্যাবলেটটিতে রয়েছে ইনটেল ঢ৫ সিরিজের মাল্টিটাস্কিং এটম প্রসেসর। ৪ জিবি র্যাম ৬৪ জিবি রোমসহ ৮ মেগা পিক্সেল অটোফোকাস ও ২ মেগা পিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা এবং ডলবি অডিও। ৮৫০০ এম,এ,এইচ ব্যাটরি সমৃদ্ধ ট্যাবটিতে ওয়াইফাই এর পাশপাশি রয়েছে ৪এ ব্যবহারের সুবিধা। এর সাথে বাড়তি পাওনা হিসেবে পাচ্ছেন একটি আর্কষণীয় স্লিম ১ টেরা বাইট এডাটা ব্র্যান্ডের র্হাডওয়ার একদম ফ্রি। পণ্য ক্রয় করতে বা তথ্য অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন- ০১৯৬৯৬৩৩১৫৩, ০১৯৬৯৬৩৩২১৭, ০১৯৭৭৪৭৬৫০১।
বিডি প্রতিদিন/এ মজুমদার