বাংলাদেশ স্টীল রি-রোলিং মিল্স লিমিটেডের (বিএসআরএম) ৫৫তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ।
সভায় চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী কোম্পনীর ভবিষ্যত পরিকল্পনা, উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শেয়ার হোল্ডারগণ কোম্পানীর উক্ত বার্ষিক সাধারণ সভায় ১০% স্টক লভ্যাংশ এবং ১০% অন্তর্বতীকালীন নগদ লভ্যাংশ অনুমোদন করেন। শেয়ার হোল্ডারগণ তাঁদের বক্তব্যে কোম্পানীর পরিচালক মন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি তাঁদের গভীর আস্থা ও বিশ্বাসের কথাও পুনঃব্যক্ত করেন। সভায় কেম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকগন, কোম্পানী সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন