এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।
এনআরবির পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মো. শেফায়েত কবির ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডা: এম ইয়াছিন আলী এই সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।
যার ফলে এখন থেকে এনআরবির সব চাকুরিজীবী ও ক্রেডিট কার্ডের গ্রাহক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে কনসালটেশন ফি ১৫%, আউটডোর বিভাগে ২০% ও ইনডোর বিভাগে ১৫% কম খরচে চিকিৎসা সেবা পাবেন এবং বিল পরিশোধের ক্ষেত্রে ৩,৬,৯ ও ১২ মাস মেয়াদে মুনাফা ছাড়াই এই বিল পরিশোধের ইএমআই সুবিধা পাবেন।
এই সময় অন্যান্যের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এফএভিপি শাকিল সিদ্দিকী, কার্ড ডিভিশনের অফিসার মোহাম্মদ হোসেন রাজু ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূরেন দূরদানা ইপা, ম্যানেজার কাষ্টমার সার্ভিস মো. রকিবুজ্জামান রাকিব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর