সম্প্রতি ঢাকায় মেঘনা ব্যাংক লিমিটেড এবং ডারাজ ডটকম ডট বিডির মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ডারাজ ডটকম ডট বিডি'র মাধ্যমে পণ্য কেনার ক্ষেত্রে শূণ্য সুদে ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ নূরুল আমিন, ডারাজ ডটকম ডট বিডি -এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মুস্তাহিদুল হক- এর হাতে চুক্তিপত্র তুলে দেন। এ সময় মেঘনা ব্যাংকের এসইভিপি এবং হেড অব রিটেইল, এসএমই এন্ড আদার’স ফাইন্সিয়াল ডিভিশন জনাব মোহাম্মদ ইমদাদুল ইসলাম, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স জনাব মজিবর রহমান খান, হেড অব কার্ড জনাব আহসান উল্লাহ নিপুসহ ডারাজ ডট কম ডট বিডি এবং মেঘনা ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/হিমেল