বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর 'বিশ্ব ঐহিত্যের প্রামাণ্য দলিল' হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার দেশব্যাপী আনন্দ র্যালি করেছে রূপালী ব্যাংক লিমিটেড।
দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান আনন্দ র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি প্রধান কার্যালয় থেকে সচিবালয় হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আনন্দ সমাবেশে যোগ দেয়।
র্যালিতে ব্যাংকের ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, জিএম কাইসুল হক, মাঈন উদ্দিন, আলতাফ হোসেন, এবনুজ জাহান, ডিজিএম আবু জাফর অলিউল্লাহ, রবিউল হাসান, আহছান উল্লাহ, খান ইকবাল হোসেন, এজিএমসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের সব বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ২৫টি জোনাল অফিস, সব জেলা ও উপজেলা পর্যায়ের সকল শাখা আনন্দ র্যালি বের করে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৭/আরাফাত