দেশের জনপ্রিয় ব্র্যান্ড কিওয়ে মোটরসাইকেল-এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়। বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
গ্রাহকরা বিক্রয় থেকে কিওয়ে মোটরসাইকেল কিনে পাবেন এক্সক্লুসিভ হেলমেট এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার। Bikroy.com/Bikroy-Deals থেকে ০% ইন্টারেস্টে অ্যামেক্স, ইউসিবি, ইবিএল, ব্র্যাক, এসসিবি, লংকাবাংলা, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন অথবা ছয় মাসের সহজ কিস্তিতে কিওয়ে ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার সুবিধাও পাবেন। এছাড়াও গ্রাহকরা Bikroy.com/Keeway থেকে কিওয়ে-এর সকল মোটরসাইকেল ও যন্ত্রাংশ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ, স্পিডোজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মেহেদিউর রহমান পাইকার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামান সওয়াদ খান।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা