ট্রান্সকম ইলেক্ট্রনিকস লিমিটেড, লায়লা স্টাইলস লিমিটেডকে ডাইকিন ব্র্যান্ডের ২২৬ টন ভি আর ভি কমার্শিয়াল এসি (এয়ারকন্ডিশনার) সরবরাহ ও স্থাপন করবে। সম্প্রতি রাজধানীর হোটেল আমারি ঢাকাতে লায়লা স্টাইলস লিমিটেড এবং ট্রান্সকম ইলেক্ট্রনিকসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লায়লা স্টাইলস লিমিটেড, স্টারলিং গ্রূপের একটি অঙ্গ সংগঠন। স্টারলিং গ্রূপ ১৯৮৪ সালে যাত্রা শুরু করে এবং পোশাক রপ্তানিতে অসাধারণ অগ্রগতি অর্জন করে আমেরিকা, ইউরোপ এবং কানাডার শীর্ষস্থানীয় রিটেইল স্টোরগুলোতে নিয়মিত সরবরাহ করে আসছে। এই গ্রুপের বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৬০০,০০০ ডজন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রান্সকম ইলেক্ট্রনিকসের হেড অফ বিজনেস জনাব ঈয়ামিন শরীফ চৌধুরী, লায়লা স্টাইলস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমরানুর রহমান এবং ডাইকিন এয়ার কন্ডিশনিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর জনাব ফ্রান্সিস লুইস, ট্রান্সকম ইলেক্ট্রনিকসের কর্পোরেট ও প্রজেক্ট বিজনেস ইউনিটের হেড অফ সেলস জনাব মাহবুব আলম এবং ম্যানেজার – ইঞ্জিনিয়ারিং জনাব মোনাদিল শাকিরসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল