বাংলাদেশে ব্ল্যাকবেরির প্রথম ডুয়েল সিম ব্যবহার উপযোগী প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারজাত করার ঘোষণা দিয়েছে ভারতের বিখ্যাত টেলিকম এন্টারপ্রাইজ অপটিমাস। অপটিমাসের হয়ে বাংলাদেশের বাজারে হ্যান্ডসেটি বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা দিবে ইউনিয়ন গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান সিপিএল।
রাজধানীর একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়।
অপটিমাস গত বছরের ফেব্রুয়ারিতে ব্ল্যাকবেরির সাথে চুক্তি করে। চুক্তি অনুসারে তারা ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্ল্যাকবেরি হ্যান্ডটেড প্রস্তুত ও পরিবেশন শুরু করেছে।
বাংলাদেশের বাজারে ২২ জানুয়ারি থেকে ব্লাকবেরি কী-ওয়ান লিমিটেড এডিশন ব্ল্যাক হ্যান্ডসেটটি পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৯৯০ টাকা।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা