তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে নিয়ে এলো দারুন সব অফার।
আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ এর পক্ষ থেকে জানানো হয় মেলাকে কেন্দ্র করে আসুস-এর ফোন গুলোর দামেও এসেছে মূল্য পরিবর্তন। এছাড়াও শুধু মাত্র মেলায় আগত ক্রেতাগণ আসুস এর যে কোন মডেলের জেনফোন কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন একটি আকর্ষনীয় জ্যাকেট। মেলায় ক্রেতাগন আসুস এর সকল স্মার্টফোন সরাসরি পরখ করে দেখতে ও কিনতে পারবেন।
আসুস এর উল্লেখযোগ্য মডেল গুলোর মধ্যে থাকছে জেনফোন ৩ ম্যাক্স সিরিজ- যাতে থাকছে আকর্ষণীয় মেটাল ডিজাইন, ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট রোম। এটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশাল ব্যাটারীর সর্বশেষ এনন্ড্রয়েড সংস্করণ। আসুস জেনফোন লাইভে আকর্ষণীয় সব রঙ-এর সাথে থাকছে “রোজ পিঙ্ক” লিমিটেড এডিশান।
এছাড়াও মেলায় ৪ গিগাবাইট র্যাম-এর জেনফোন ২ ও লেজার ফোকাসড ক্যামেরা সহ জেনফোন ২ লেজার সিরিজ পাওয়া যাবে।
তিন দিন ব্যাপি স্মার্টফোন ও ট্যাব এক্সপো চলবে ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী ২০১৮ পর্যন্ত। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
বিডিপ্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান