বৃহস্পতিবার রাজশাহীর কর্মচারী কল্যাণ বোর্ডের কনভেনশন সেন্টারে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক নূরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা ও দেবাশিস চক্রবর্ত্তী, প্রাইম ব্যাংকের এমডি রাহেল আহমেদ, রাকাবের এমডি মো. রফিকুল আলম, আইডিএলসি ফাইন্যান্সের এমডি আরিফ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এমএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম। এ সময় গভর্নরের উপস্থিতিতে রূপালী ব্যাংক এসএমই উদ্যোক্তাদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন