ডিজিটাল বাংলাদেশে আধুনিক নানা সুবিধা নিয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয় আইপে সিস্টেম লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে আইপে সিস্টেম লিমিটেডের পক্ষে এর প্রতিষ্ঠাতা ও সিইও জাকারিয়া স্বপন এবং বাংলালিংকের পক্ষে সিসিও রিতেশ কুমার সিং স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে বাংলালিংক তাদের ডিজিটাল সেবা প্রসারে ‘আইপে সিস্টেমস লিমিটেডে’র সঙ্গে একত্রে কাজ করবে। আইপের মাধ্যমে বাংলালিংকের যে কোনো অ্যাপ যেমন-MyBL app, banglalink website ইত্যাদি স্থানে বাংলালিংক গ্রাহকরা পেমেন্ট করে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও বাংলালিংক গ্রাহক, বাংলালিংক ওয়ালেটে আইপের মাধ্যমে ক্যাশ-ইন করতে পারবে। এর মাধ্যমে বাংলালিংক গ্রাহকগণ অন্যান্য সুবিধা পাবেন banglalink customer walk-in সেন্টারগুলোতেও। এই চুক্তির মাধ্যমে দুই কোম্পানি এক সঙ্গে ক্যাম্পেইন চালাবে নিজ নিজ গ্রাহকদের জন্য।
আইপে অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইপে ওয়ালেট এ ব্যালেন্স যোগ করে যে কোনো বিল পরিশোধ করা, মনোনীত ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা পাঠানো, বন্ধু ও পরিবারের সদস্যদের টাকা পাঠানো এবং মোবাইল ফোন রিচার্জ করতে আইপে অ্যাপ ব্যবহার করতে পারবেন। যে কেউ সহজে অ্যাপস্টোর বা প্লে স্টোর থেকে আইপে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড হয়ে গেলে, ব্যবহারকারীদের সেবাটি উপভোগ করার জন্য সাইন-আপ করতে হবে, যা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে নিশ্চিত করা হবে। এরপর রেজিস্টার্ড গ্রাহকেরা ডিজিটাল অর্থ প্রদানের জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার শুরু করতে পারবেন।
আইপে সিস্টেম লিমিটেড বাংলাদেশের প্রথম ডিজিটাল সার্ভিস ওয়ালেট সরবরাহকারী প্রতিষ্ঠান যা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে লাইসেন্সও পেয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকে হেড অফ ডিজিটাল গোউরাভ কাক্কার, হেড অফ ডিজিটাল ডিস্ট্রিবিউশান ম্যানেজার মো, আরিফুল হক এবং আইপে’র হেড অফ বিজনেস এন্ড স্ট্র্যাটেজি মুহাম্মাদ আবুল খায়ের চৌধুরী, হেড অফ কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া মোহাম্মদ মুনতাসির, হেড অব মার্কেট অপারেশনস মো. ফাহিম হোসেন, ম্যানেজার স্ট্রাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পার্টনারশিপ সৈয়দ তাসলিম মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৮/আরাফাত