গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. বাজারে নিয়ে এলো এডাটা পি৫০০০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক। নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউভি লাইট। যার মাধ্যমে যেকোন নোট জাল কিনা তা বুঝা যাবে অতি সহজেই।
এই পাওয়ার ব্যাংকটিতে আরও রয়েছে ৫০০০ এমএএইচ পর্যন্ত শক্তিধারণ ক্ষমতা। এছাড়াও এই পাওয়ার ব্যাংকটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে এতে কোন দাগ কিংবা আঁচড় পরে না। ১১৭ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৯৯*৪৩*২২ এমএম ডাইমেনশন এবং ডিসি ৫ভি/১.০এ ইনপুট ও ভিসি ৫ভি/১.০এ আউটপুট।
এক বছরের ওয়ারেন্টিসহ এই পাওয়ার ব্যাংকটির মূল্য মাত্র ৭৫০ টাকা। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
বিডি প্রতিদিন/এ মজুমদার