বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল ব্র্যান্ডের এয়ারটেল ইয়োলো ফেস্ট'র আয়োজনে গত ২৬ অক্টোবর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক মেগা কনসার্ট। দেশের সেরা ব্যন্ডদলগুলোর অংশগ্রহণে আয়োজিত ওই কনসার্টে উল্লাসে মাতে ২৫ হাজার সংগীতপ্রেমী। গানে গানে শ্রদ্ধা নিবেদন করা হয় সম্প্রতি প্রয়াত দেশের ব্যান্ড জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর প্রতি।
কনসার্টে ব্যান্ড সংগীতের আরেক কিংবদন্তী নগর বাউল জেমস ও ওয়ারফেজ’র পাশাপাশি গান পরিবেশন করে ভাইকিংস ও পাওয়ারসার্জ। একের পর এক ব্যান্ডের মনমাতোনো গান আর শ্রোতাদের উল্লাসে আনন্দমুখর হয়ে উঠে কনসার্ট প্রাঙ্গণ। জামশেদের জাদুকরী কণ্ঠে পাওয়ারসার্জের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্টটি। প্রয়াত আয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পাওয়ারসার্জের সকল সদস্য এলআরবি লেখা টি-শার্ট গায়ে চাপিয়ে উঠেন মঞ্চে। একসাথে গেয়ে উঠেন আয়ুব বাচ্চুর সেই তুমুল জনপ্রিয় গান ‘সেই তুমি’। পাশাপাশি ছিল তাদের নিজস্ব গানের পরিবেশনা।
পাওয়ারসার্জ’র পর মঞ্চে উঠে ভাইকিংস। তারাও এলআরবি’র ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’ গানটি পরিবেশন করেন। শেষ করেন তাদের জনপ্রিয় গান ‘অপেক্ষা’ দিয়ে।
এরপর শেষ হয় হেভি মেটাল ও হার্ড রক ভক্তদের অপেক্ষা; মঞ্চে আসে ওয়ারফেজ। তারা তাদের ভোকাল পলাশকে সাথে নিয়ে পরিবেশন করেন ‘মহারাজ’, ‘পূর্ণতা’, ‘বসে আছি একা’- যে গানগুলো শ্রোতাদের মনে আজো নতুন করে সুর তোলে।
মাগরিবের নামাজ শেষে মঞ্চ কাঁপিয়ে সামনে আসেন নগর বাউল জেমস; উল্লাসে ফেটে পড়েন অপেক্ষমান দর্শক-শোতারা। তিনি গেয়ে শোনান জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‘দুঃখিনী দুঃখ করোনা' গানটি। এরপর শোনান তার বহুল প্রসংশিত গান- ‘মা’। এ গানের সুরে সবসময়ের মতো এবারো আবেগে ভাসেন শ্রোতারা।
এরপর মঞ্চ থেকে ভেসে আসে ‘পাগলা হাওয়া’ ও ‘দুষ্টু ছেলের দল’ গানের সুর; যে সুর দোলা দিয়ে যায় দর্শক-শোতাদের মন। আর কনসার্টটি শেষ হয় জেমস’র ‘ভিগি ভিগি’ গানটি দিয়ে।
রবি সেবা বা এয়ারটেল কেয়ার অথবা নিকটস্থ রিটেল পয়েন্ট থেকে ৯৮ টাকার প্যাকেজ কিনে কনসার্টে অংশ নেন ভক্তরা। দেশের সংগীতপ্রেমীদের জন্য গত বছর এয়ারটেল ইয়োলো ফেস্ট শুরু করে এয়ারটেল। এছাড়া নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে এয়ারটেল ইয়োলো ক্যাম্পাস ট্যুর ২০১৭ চালু করে অপারেটরটি।
ইতোমধ্যে দেশের ৩৮টি জেলায় আয়োজিত ১০৬টি আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানগুলোতে প্রায় ৫ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। ওইসব অনুষ্ঠানে তরুণরা দিনব্যাপী বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ ও কনসার্ট উপভোগ করেন। এরই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হলো এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্ট।
বিডি প্রতিদিন/এ মজুমদার