বর্তমানে নারীর মৃত্যুর জন্য দ্বিতীয় বৃহত্তম কারণ হিসাবে পরিচিত ব্রেস্ট ক্যান্সার। অক্টোবর ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসাবে বিশ্বব্যাপী পালন করা হয়। এই বিশেষ মাস উপলক্ষে এ্যাপোলো হসপিটালস্ ঢাকা সারা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
ক্যান্সার সনাক্তকরণের বিভিন্ন পরীক্ষায় ছিল বিশেষ ছাড়। গতকাল ২৭ অক্টোবর পিংকাথন নামক ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করেছিল এ্যাপোলো হসপিটালস্ ঢাকা। প্রায় ২০০ জন এই পদযাত্রায় অংশ গ্রহণ করেন। পিংকাথনে অংশগ্রহণ করেছিল পারসোনা এবং ক্যানভাস, ঢাকা ট্রিবিউন, রেডিও ক্যাপিটাল, ইনার হুইল ক্লাব, র্যাডিয়েন্ট বনসাই সোসাইটি, এভারেস্ট একাডেমী, গ্রেট বাংলাদেশ রানার, এ্যাপোলো হসপিটাল ঢাকার সিনিয়র কনসালটেন্টস এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার