শিক্ষার্থীদের ব্যয় সংকোচনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে বড় পুজি দাঁড় করিয়ে ভবিষ্যতে শিল্প উদ্যেক্তা হওয়ার আহবান জানিয়েছেন রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
শনিবার রাজশাহী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহী অঞ্চলের সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে কনফারেন্স অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার নির্বাহী পরিচালক এ.কে.এম ফজলুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের প্রিন্সিপাল প্রফেসর মহা. হাবিবুর রহমান। রূপালী ব্যাংকের জিএম মো. জাহাঙ্গীর এতে স্বাগত বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব