'স্ট্রোককে আমরা জয় করবো' এই স্লোগান নিয়ে এবার পালিত হলো বিশ্ব স্ট্রোক দিবস ২০১৮। এ উপলক্ষ্যে রাজধানীর ইউনাইটেড হসপিটাল স্ট্রোক রোগ প্রতিরোধে করণীয় ও দেশের সকল স্ট্রোক রোগীদের সুস্থতা কামনা করে দিনটি বিশেষভাবে পালন করে।
সকালে চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে হসপিটালের আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হসপিটাল লবিতে একটি স্ট্রোক রোগ বিষয়ক স্বাস্থ্য বুথ উদ্বোধন করেন ইউনাইটেড হসপিটালের সিইও জনাব ফাইজুর রহমান।
এ সময় তিনি বলেন, স্ট্রোক ঠেকাতে ঝুঁকিপূর্ণ রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে ইউনাইটেড হসপিটালের উদ্যোগ অব্যাহত থাকবে। অত্যাধুনিক স্ট্রোক সেন্টার ও সব ধরণের জটিল স্নায়ুরোগের ব্যবস্থাপনা ও শল্য চিকিৎসায় ইউনাইটেড হসপিটালের উৎকর্ষতা চলমান রাখার প্রত্যয় তিনি ব্যক্ত করেন।
হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এ অনুষ্ঠানে আরও ছিলেন নিউরোসায়েন্স সেন্টারের কনসালটেন্ট ডাঃ সৈয়দ সাঈদ আহমেদ, ডাঃ এস এম হাসান শাহরিয়ার, প্রফেসর ডাঃ (কঃ) মোঃ মুজিবুর রহমান ও প্রফেসর ডাঃ ব্রিগেঃ জেনাঃ (রিঃ) এইচ এম শফিকুল আলম।
এই স্বাস্থ্য সেবা বুথে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও তথা পরামর্শ প্রদান করা হয়। ইউনাইটেড হসপিটালের চীফ অফ কমিউনিকেশন ডাঃ শাগুফা আনোয়ার স্ট্রোকের ঝুঁকি চিহ্নিত করতে স্ট্রোক স্ক্রীনিং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ