ডেল ইন্সপায়রন ৩৬৭০ মডেলের নতুন কোর আই থ্রি ব্র্যান্ড পিসি বাজারে এসেছে। নতুন এই কোর আই থ্রি ব্র্যান্ড পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
ইন্টেল ৮ম প্রজন্মের ৮১০০ মডেলের কোর আই থ্রি প্রসেসর সমৃদ্ধ। এই ব্র্যান্ড পিসিতে থাকছে ৪ জিবি ডিডিআরফোর র্যাম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম হার্ডড্রাইভ, ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড, ইন্টেল বি৩৬০ চিপসেট, ২৯০ ওয়াট পাওয়ার সাপ্লাই, ডেল ব্র্যান্ডের তারযুক্ত কীবোর্ড এবং মাউস।
তাছাড়া কম্পিউটারটি ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা রয়েছে। ২০ ইঞ্চি মনিটর এবং ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৭৬০০ টাকা।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন