দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ঝিনাইদহ ভুটিয়ারঘাটি বাইপাস রোডে মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্ট এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের মার্কেটিং এন্ড সেলসের হেড অফ ডিভিশন মীর টি আই ফারুক রিজভী, ডিভিশনাল সেলস ইনচার্জ আব্দুল মান্নান এবং ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাস মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্ট প্রোপ্রিয়েটর কাজী কামাল আহমেদ বাবু।
মীর টি আই ফারুক রিজভী বলেন, গ্রাহকদের ঘরে ঘরে এলপি গ্যাস পৌঁছানোর জন্য দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে মাস্টার ড্রিস্ট্রিবিউটর পয়েন্ট আমরা স্থাপন করতে চলছি। ঝিনাইদহ অঞ্চলে মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্টটি আমাদের বৃহৎ পরিকল্পনারই অংশ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাজশাহীতে বসুন্ধরা এলপি গ্যাসের মাষ্টার ডিপো উদ্বোধন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা