বছরের শেষ প্রান্তিকে শুক্রবার রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা-২০১৮ রাজধানীর হোটেল-৭১ এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। তিনি খেলাপী ঋণ আদায় ও লোকসানী শাখা কমিয়ে আনার উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।
২০১৬ সালে মাত্র ৩৬ লাখ একাউন্ট থাকলেও বর্তমানে প্রায় ২ কোটি একাউন্ট নিয়ে গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান করছে ব্যাংকটি। এছাড়াও তিনি গ্রাহক সেবা ও গুণগত ঋণ বিতরণের দিক থেকেও ব্যাংকটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. মোরশেদ আলম খন্দকার।
এছাড়াও জিএম মো. কাইসুল হক, সিএফও মো. শওকত জাহান খানসহ সকল জিএম, ডিজিএম, জোনাল ম্যানেজারসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা