লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং হুন্দাই মটরস বাংলাদেশ লিমিটেড এর মধ্যে সম্প্রতি একটি গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর হয়।
লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং হুন্দাই মটরসের ব্যবস্থাপনা পরচিালক সৈয়দ শাকলি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে লংকাবাংলার সম্ভাব্য ক্রেতারা হুন্দাই মটরস এর গাড়ীর ক্রয় মূল্যে বিশেষ ছাড় (সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার টাকা), প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট, ৪টি ফ্রি বিক্রোয়ত্তোর সেবা, নূন্যতম ঋণ প্রক্রিয়া ফি এবং ২৪ ঘণ্টা সময় পরিক্রমার মধ্য দিয়ে ঋণ সুবিধা গ্রহণের সিদ্ধান্ত পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স এর অটো লোন প্রধান খন্দকার জাকারিয়া এবং হুন্দাই মটরস বাংলাদেশ লিমিটেড এর ডেপুটি ডিরেক্টর ফারজানা খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা